• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাভাবিক জোয়ার ও বৃষ্টিপাতে ৪০০ ঘর প্লাবিত ও সহস্রা‌ধিক মাছের ঘে‌র ভে‌সে গে‌ছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ লোকদের মাঝে শুকনা   ও রান্না করা খাবার বিতরন করেছে।

Gopalganj Rimal Photo 0328.05.2024

রোববার বিকেল থেকেই জেলার সর্বত্র বৃষ্টি আর সেই সাথে ঝড়ো হাওয়া বয়ে যায়।তা অব্যাহত থাকে সোমবার সারারাত। ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে প্রচুর পরিমানে গাছ পালা ভেঙ্গে যায়। তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিন্মাঞ্চল হওয়ায় এই দুই উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমান বেশী হয়েছে।তবে বিদ্যুত এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। যে কারনে ক্ষয়ক্ষতির পরিমান এখনো পর্যন্ত নিরুপন করা বা খবর পাওয়া যায়নি।

Gopalganj Rimal Photo 0228.05.2024

তবে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক জানিয়েছেন, সাড়ে তিনশত বাড়ি-ঘরে বৃষ্টি আর জোয়ারের পানি ঢুকে পড়েছে। প্রায় ৪০০ লোককে বাশবাড়িয়া হাই স্কুল, পাটগাতি স্কুল, সরদারপাড়া স্কুলে আশ্রয় দেয়া হয়েছে। তাদের মধ্যে শুকনা খাবার ও রান্না করা খাবারও বিতরন করা হয়েছে।

এদিকে, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার জানান, মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেক জায়গায় তারা খোজ খবর পুরাপুরি নিতে পারেননি।তবে যতটুটু জেনেছেন তার ভিত্তিতে তিনি বলেন, বেশকিছু কাঁচা ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা ভেঙ্গে গেছে। ক্ষয়ক্ষতি নিরপনে উপজেলা প্রশাসন কাজ করছে বলে তিনি জানান।

অন্যদিকে, জোয়ার ও বৃস্টির পানিতে আউস ধানের বীজতলা, শাকসব্জি ও পাটের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানাগেছে।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ