• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৫জন আহত হয়েছেন ।
আজ শনিবার  সকাল সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার নিশাতলায় ইমাদ পরিবহনের একটি বাস ভ্যান চালক রিপন শেখকে(৩৮) চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেয়ার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রিপন শেখ মুকসুদপুরের ঢাকপাড় গ্রামের আক্তার শেখের ছেলে।
অপরদিকে,গতকাল শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলায় ঘোনাপাড়ায় মোড়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মিলন(৪৫)নামে ফালগুনী পরিবহনের হেলপার নিহত হন।এসময় ইজিবাইকের ৫যাত্রী আহত হয়। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহতের বাড়ি খুলনা জেলায়।
অন্যদিকে, একই সড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার রাত সাড়ে ১০টায় রাস্তা পারাপার হচ্ছিলেন বৃদ্ধ নিলমনী বিশ্বাস(৬৫)।এ সময় বাস চাপায় নিলমনী বিশ্বাস মারাত্মক আহত হয়।তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কিছু সময় চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
দুর্ঘটনায় নিহত দের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ও ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ