• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

জাতিসংঘে পরিবেশমন্ত্রী

বর্জ্যব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর তাগিদ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

বিশ্বব্যাপী বর্জ্যসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও শক্তিশালী অংশীদারত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি টেকসই বর্জ্যব্যবস্থাপনা অনুশীলনের প্রতি বাংলাদেশের প্রতিশ্রæতি এবং বর্জ্য সম্পদের সার্কুলারিটি বাড়াতে উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন।

পরিবেশমন্ত্রী জাতিসংঘের ‘পার্টনারশিপ ফর অ্যাড্রেসিং দ্য ওয়েস্ট ক্রাইসিস অ্যান্ড এক্সিলারেটিং সার্কুলারিটি : এ নিউ পলিসি সাপোর্ট ইনিশিয়েটিভ ফর ডাটা অ্যান্ড অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্যে এ আহ্বান জানান। গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ ভবনে বর্জ্যব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানটি হয়। এতে বর্জ্যব্যবস্থাপনায় একটি নতুন নীতি সমর্থন প্ল্যাটফর্ম এবং প্রকাশনার সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো লাইফ-সাইকেল পদ্ধতির মাধ্যমে কঠিন বর্জ্যব্যবস্থাপনা (এসডব্লিউএম) এ রিসোর্স সার্কুলারিটি অগ্রসর করার জন্য প্রয়োজনীয় উপাত্ত, প্রযুক্তিগত দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি এবং অর্থায়নের চাপের দুর্বলতা মোকাবিলায় জাতিসংঘের সদস্য দেশগুলোকে সহায়তা করা।

সাবের হোসেন চৌধুরী জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মুহাম্মদ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আচিম স্টেইনার, জাতিসংঘের টেকসই উন্নয়ন অফিসের প্রধান (ইউএনওএসডি) চুন কিয়ো পার্কের সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে পরিবেশমন্ত্রীর সঙ্গে ছিলেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ