• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

ঢাবির খাবারে ১০ টাকার নোট, তদন্তে কমিটি গঠন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ক্যান্টিনে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারির মধ্য ১০ টাকার নোট পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।

বুধবার (২ জুলাই) হল প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে তদন্তে কমিটি গঠনে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। 

হলটি প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন হাজী মুহম্মদ মুহসীন হল ক্যান্টিনের খাবারে একটি ১০ টাকার নোট ও তেলাপোকা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টির সঠিক অনুসন্ধান ও কার্যকর ব্যবস্থা নেয়ার লক্ষ্যে আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষকদের সভায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. জসিম উদ্দিন। এছাড়া সদস্য করা হয়েছে হলের আবাসিক শিক্ষক একরামুল হুদা এবং সহকারী আবাসিক শিক্ষক আরিফুর রহমানকে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ