• শনিবার ০৬ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২২ ১৪৩১

  • || ২৮ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নতুন কারিকুলামে প্রশ্নফাঁসের উপকারিতা নেই: শিক্ষামন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪  

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলামে পরীক্ষা পদ্ধতিতে কম গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এখানে প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এমনকি প্রশ্নফাঁস হলেও সেটির কোনো উপকারিতা নেই।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্মার্ট স্কুলবাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীকে তার নির্ধারিত কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। এমনকি ঐ শিক্ষার্থী তার কার্যক্রম সম্পর্কে আগে থেকে ধারণা রাখলেও তার কাজ তাকেই করতে হবে। নতুন শিক্ষাক্রমে ফাঁস হওয়ার মতো কোনো বিষয় নেই।

তিনি আরো বলেন, এটা যেহেতু শ্রেণিকক্ষভিত্তিক পরীক্ষা। এখানে প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল ও লাইন আউটকাম প্রকাশ করবে। আর শিক্ষকরা সেটা দেখবেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, নতুন কারিকুলামে প্রত্যেক শিক্ষার্থীকে সক্ষমতা ও পারদর্শিতা প্রমাণ করতে হবে। তাদের পারদর্শিতার একটি নির্দিষ্ট স্তর অতিক্রম করতে হবে। আর তাদের মূল্যায়ন করবেন শিক্ষকরা। সুতরাং এখানে প্রশ্নফাঁস হলেও সেটির কোনো উপকারিতা নেই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ