• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

কলকাতায় প্রথমবার গাইবে ‘বে অব বেঙ্গল’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জুলাই ২০২৪  

প্রথমবারের মতো কলকাতায় গাইবে ‘বে অব বেঙ্গল’। ঢাকা ও কলকাতার ব্যান্ড নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর কলকাতায় বসছে মৈত্রী কনসার্টের ষষ্ঠ আসর।

গতকাল বুধবার সন্ধ্যায় ব্যান্ডের বেজ গিটারিস্ট এহতেশাম আবিদ জানান, এর আগে কলকাতায় কনসার্টের আমন্ত্রণ পেলেও যাওয়া হয়নি। এবারই প্রথম কলকাতায় গাইতে যাচ্ছেন তাঁরা।

২০১৯ সাল থেকে ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে এ কনসার্টের আয়োজন করছে জেন নেক্সট। আয়োজক বিপাশ সরকার গতকাল  জানান, এ আসরে একমাত্র বাংলাদেশি ব্যান্ড হিসেবে থাকবে ‘বে অব বেঙ্গল’। কলকাতার রক ব্যান্ড ‘ঈশান’সহ আরও কয়েকটি ব্যান্ড থাকবে।

২০১৬ সালে প্রকাশিত হয়েছে ‘বে অব বেঙ্গল’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নীরব দুর্ভিক্ষ’। দ্বিতীয় অ্যালবাম ‘দ্বিতীয়’ নিয়ে কাজ করছে ব্যান্ডটি। এ অ্যালবামের প্রথম গান ‘আজকের দিন’ প্রকাশিত হয়েছে গত বছরের জুনে।

‘যে শহরে আমি নেই’, ‘ওপারে’, ‘স্বপ্নঘুম’-এর মতো গান দিয়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ব্যান্ডটি।

২০১০ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রামে গঠিত হয় ব্যান্ডটি। বর্তমানে ঢাকা থেকে গান করছেন ব্যান্ডটির সদস্যরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ