• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ জুন ২০২৪  

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে শিশুমৃত্যু কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও শৈশব অন্ধত্ব রোধ ও শিশুমৃত্যুর হার কমাতেও ভিটামিন এ কার্যকর ভূমিকা পালন করে। 
ন্যাশনাল ইন্সটিটিউশন অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন 'নিপসমে' ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য এবার। হাম, ডায়রিয়া ও নিউমোনিয়া থেকে মৃত্যুহার কামানো এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫ বছর বয়সী ১৯ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

ভিটামিন এ ক্যাম্পেইন পরবর্তীকালে ঘূর্ণিঝড়-বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে পরিচালিত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ