• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

হার্টের স্বাস্থ্য ভাল রাখতে কীভাবে হাঁটবেন? কোন ধরনের শরীরচর্চা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

বয়স ৩০ হোক বা ৫০, হার্টের স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত সব বয়সেই। কারণ সমীক্ষা বলছে, কমবয়সীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি। এর অন্যতম কারণ হচ্ছে অপর্যাপ্ত ঘুম ও অনিয়ন্ত্রিত জীবনযাপন। কাজের চাপে অনেকেই নিয়ম করে জিমে যেতে পারেন না। থেরাপিস্টদের মতে, হার্টের স্বাস্থ্য ভাল রাখার জন্য রক্ত সঞ্চালন যাতে ভালভাবে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
থেরাপিস্টের মতে, হার্টের স্বাস্থ্য ভাল রাখার জন্য হাঁটাহাঁটি নিঃসন্দেহে ভাল ব্যায়াম। তবে সেটা সক্রিয়ভাবে করতে হবে। কীভাবে? কার্যকরী হতে পারে ব্রিস্ক ওয়াকিং।


হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী সাঁতার। কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের জন্য সাঁতার খুবই ভাল। পেশির গঠনের জন্যও সাঁতার খুব ভাল।
হার্ট ভাল রাখতে যোগা উপকারী। শুধু তাই নয়, সার্বিক স্বাস্থ্যের জন্যেও যোগার গুরুত্ব অনস্বীকার্য।
শরীরচর্চা যদি বোরিং মনে হয়, জুম্বা করতে পারেন। কার্ডিও হেলথের জন্য এটি খুবই ভাল। ক্যালরি বার্ন করার জন্যও এটি দুর্দান্ত।
এছাড়া সাইকেল চালাতে পারেন। হার্টের স্বাস্থ্যের পাশাপাশি পায়ের পেশি ও কোর হেলথ ভাল থাকে সাইকেল চালালে।


জিমে যাওয়ার সময় পেলে ওয়েট ট্রেনিং করবেন। এতে হার্টের স্বাস্থ্য ভাল থাকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ