• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ জেনে নিন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪  

পাকস্থলীর ক্যান্সার হয় যখন পাকস্থলীর আস্তরণের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়ে টিউমার তৈরি করে। পাকস্থলী হলো পরিপাকতন্ত্রের একটি অংশ যা খাবারে পুষ্টি প্রক্রিয়া করতে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করতে সাহায্য করে। ক্যান্সার এই হজম প্রক্রিয়াগুলোকে ব্যাহত করে এবং অঙ্গটির কাজ সঠিকভাবে পরিচালনা করা কঠিন করে তোলে।

ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড ইন্টারন্যাশনালের মতে, পাকস্থলীর ক্যান্সার বিশ্বের ৫ম সর্বাধিক সাধারণ ক্যান্সার (পুরুষদের মধ্যে ৪র্থ সর্বাধিক সাধারণ এবং মহিলাদের মধ্যে ৭তম সাধারণ)। রোগটি পর্যায়ক্রমে অগ্রসর হয় এবং প্রতিটি পর্যায় বিভিন্ন উপসর্গ এবং জটিলতা নিয়ে আসে।

স্টমাক ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের লক্ষণ

বদহজম বা অম্বল

* খাওয়ার পর পেট ফাঁপা অনুভব করা।

* হালকা বমি বমি ভাব বা মাঝে মাঝে বমি হওয়া।

* ক্ষুধামান্দ্য।

পরবর্তী পর্যায়ে লক্ষণ

* হঠাৎ অনেক বেশি ওজন কমে যাওয়া।

* পেটে ব্যথা বা অস্বস্তি, বিশেষ করে উপরের পেটে।

* ঘন ঘন বমি, মাঝে মাঝে রক্ত।

* গিলতে অসুবিধা।

* অল্প খাবার খেলেও পেট ভরে যাওয়া।

* ক্লান্তি এবং দুর্বলতা।

ক্যান্সার ছড়িয়ে পড়ার পরের উপসর্গ

* পেটে ফোলা বা পিণ্ড।

* ত্বক এবং চোখের হলুদ রং (জন্ডিস) লিভারের সমস্যা নির্দেশ করে।

* শ্বাসকষ্ট বা পেটে তরল জমা হওয়া।

উপরে উল্লিখিত উপসর্গগুলো সাধারণত বেশি দেখা যায় তবে এবং নির্দিষ্ট লক্ষণগুলো রোগী থেকে রোগীর মধ্যে পরিবর্তিত হতে পারে। পাকস্থলীর ক্যান্সার এবং সম্পর্কিত উপসর্গ সম্পর্কে আরও জানতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ