• বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৯ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পশ্চিমবঙ্গে দুই ট্রেন সংঘর্ষ, নিহত ১৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জুন ২০২৪  

পশ্চিমবঙ্গে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। দুর্ঘটনায় আহত হয়েছে যাত্রীবাহী ট্রেনের অনেক মানুষ।
দার্জিলিং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা হয়। 

এতে শিয়ালদহ অভিমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দু'টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও বৃষ্টির কারণে ব্যাহত হয় তা। 

গ্যাস কাটার দিয়ে বগির বিভিন্ন অংশ কেটে হতাহত যাত্রীদের বের করে আনেন উদ্ধারকর্মীরা। আহত অনেকের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত প্রত্যেকের জন্য ২ লাখ এবং আহতদের জনপ্রতি ৫০ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ