• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

লোকসভার স্পিকার নির্বাচিত হলেন যিনি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন তিনবারের বিজেপি সাংসদ ওম বিড়লা

বুধবার (২৬ জুন) কণ্ঠভোটের মধ্যদিয়ে তিনি টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হন।

প্রতিবেদন অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। আজ স্থানীয় সময় ১১টা নাগাদ শুরু হয় ভোটাভুটি। কণ্ঠভোটে সংখ্যাগরিষ্ঠতা পান বিড়লা। তিনি ২৯৭ সদস্যের সমর্থন পান। অন্যদিকে কংগ্রেসের কে সুরেশ পেয়েছেন ২৩২ সদস্যের সমর্থন।

আগামী পাঁচ বছরের জন্য স্পিকার নির্বাচিত হলেন তিনি। বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।  

এ সময় ওম বিড়লার প্রশংসা করে মোদি বলেন, ‘আপনার কাজ অনুপ্রেরণামূলক। কোটায় মানবসেবায় কাজ করেছেন আপনি। গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। গরিব মানুষদের কম্বল, ছাতা দিয়ে উপকৃত করেছেন। খেলাধুলায় অনুপ্রেরণা জোগান আপনি। আপনার নেতৃত্বে ১৭তম লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে।’

অন্যদিকে, স্পিকারের প্রতি বিরোধীদের দাবি, তিনি যেন নিরপেক্ষ থেকে সংবিধান সমুন্নত রাখেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ