• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

নরেন্দ্র মোদির রাশিয়া সফরে ক্ষুব্ধ বাইডেন প্রশাসন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ জুলাই ২০২৪  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক রাশিয়া সফরে ক্ষুব্ধ বাইডেন প্রশাসন। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ন্যাটো সম্মেলন চলাকালীন নরেন্দ্র মোদির রাশিয়া সফরে ক্ষুব্ধ হয়েছে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বলেছেন, আমরা ভারতকে ক্রমাগত বলে আসছি, ইউক্রেনে শান্তি ফেরাতে হলে তাদের সমর্থন প্রয়োজন। পাশাপাশি পেন্টাগনের পক্ষ থেকেও বলা হয়েছে, ভারত আমাদের কৌশলগত মিত্র। রাশিয়ার সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গতি-প্রকৃতিসহ বিভিন্ন বিষয়ে আমরা তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা চালিয়ে যাব।

তবে, মোদি-পুতিন আলিঙ্গন নিয়ে সরাসরি ভারতবিরোধী কোন বক্তব্য না দিলেও, মোদির এই মস্কোপ্রীতি যে ওয়াশিংটন খুব একটা ভালভাবে নেয়নি তা একপ্রকার পরিস্কার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ