• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

পাকিস্তানে গাড়ি বোমা হামলা, চার সেনাসহ নিহত ৯

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সামরিক কম্পাউন্ডে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চার সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরের গ্যারিসন শহরে ভোরের আগে এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক কম্পাউন্ডে নিয়ে যায়। পরে সেখানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে সেনাদের গুলি বিনিময় হয়। এ ঘটনায় কমপক্ষে চার সেনা নিহত এবং ১২ জন আহত হন। এ ছাড়া পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারী বন্দুকযুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর পাঁচ সদস্য নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের বেসামরিক নাগরিকদের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণের পরের দৃশ্য।

এরইমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীরা। 

সেনাবাহিনীর মিডিয়া উইং, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর একজন মুখপাত্র বলেছেন, তারা আরো বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছেন।

সামরিক বাহিনীর অফিস এবং নিরাপত্তা বাহিনীর সদ্যসরা বান্নু শহরের শহরের বিস্তীর্ণ সামরিক স্থাপনায় সশস্ত্র গোষ্ঠীদের প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে সেখানের নিরাপত্তা জোরদার করেছে।

প্রসঙ্গত, সম্প্রতি বছরে পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীরা অভ্যন্তরীণ হামলা বাড়িয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ