• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

যেকোনও মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯  

যেকোনও মুল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সব কর্মকর্তাদের নির্দেশ দেন। বুধবার ( ১৬ জানুয়ারি ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যে ভেজালরোধে সভা সেমিনারের পাশাপাশি মোবাইল কোর্ট অব্যাহত রাখতে হবে। নিরাপত্তা খাদ্য সমাজকে নিরাপদ রাখে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার জিরো টলারেন্স।’ পাশাপাশি সাংবাদিকদের খাদ্য নিয়ে সংবাদ পরিবেশনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী।

নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কামাল হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধানরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ