• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

রাজনৈতিক ক্ষমতায় সম্পদ জবর-দখলে মাফ নেই : গণপূর্তমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯  

রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কাউকে রাষ্ট্রের সম্পদ ব্যবহার বা জবর দখল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। অনৈতিকতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না মন্তব্য করে কাজে স্বচ্ছতা নিয়ে আসার আহ্বানও জানান তিনি। আজ রাজধানীর সেগুনবাগিচায় নগর উন্নয়ন অধিদপ্তর ভবনে রেজাউল করিম চলমান প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অনেক জায়গা-জমি দখল করে রাখা। আমি তো খোলামেলা বলতে পারি অনেক প্রভাবশালী ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। বিত্তপ্রভাব, ক্ষমতার প্রভাব, রাজনীতির প্রভাব। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের লোকেরা একটু ক্ষমতার ব্যবহারটা পরিপূর্ণ  না করে ক্ষমতার অপব্যবহার করে থাকেন।’

কোনো অনৈতিকতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, ‘আমার কনসাইজ কথা হচ্ছে- জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্ম পরিসরকে গতিশীল করতে হবে, বেগবান করতে হবে। কাজের ভেতরে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। কাজের ভেতরে কোনো অনৈতিকতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। ঠুনকো টেকনিক্যাল অজুহাত দেখিয়ে যারা আমাদের সুবিধাভোগী মানুষ সেই সকল সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।’  

আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান রেজাউল করিম।

মন্ত্রী বলেন, ‘আমরা কাছে মনে হয়, প্রতিকূলতা থাকবে তবে প্রতিকূলতা মোকাবেলা করার ভেতরে কিন্তু আনন্দ আছে। আমি কিন্তু প্রায়ই বলে থাকি যে, স্বচ্ছ কুসুমাস্তীর্ণ পথে চলার কোনো তৃপ্তি নেই। চ্যালেঞ্জ গ্রহণ করে কণ্টকাকীর্ণ চলার পথে তৃপ্তি আছে। কাজেই আমরা চ্যালেঞ্জ নেব না কেন। আপনারা মেধাবী মানুষ, অভিজ্ঞ মানুষ আপনাদের যোগ্যতা আছে। আমি আপনাদের টিমের মেম্বার থাকবো। আমার সচিবসহ আমাদের মন্ত্রণালয় থাকবে।ডেফিনেটলি পাওয়া যাবে। অনেক সমস্যা শুনেছি। এটা নিয়ে ছোট পরিসরে বসতে হবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ