• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

ডিএসসিসির ভেজাল বিরোধী অভিযান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯  

ডিএসসিসির পক্ষ থেকে চলমান খাদ্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৪টি অঞ্চলে আজ বুধবার পরিচালিত অভিযানে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান, ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া এবং ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযানের ৪র্থ দিনে এ পর্যন্ত মোট ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হল।

আজ অঞ্চল ১ এর আওতাধীন গুলিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে কারাদণ্ড প্রদান এবং ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মা ফাতেমা বাগদাদ হোটেলের সাজাহানকে ৩দিন, রহিম হোটেলের রুস্তমকে ৩দিন বিসমিল্লাহ হোটেলের মো. শাহজানকে ১ দিন, সরকারি পরিবহণ পুল কেন্টিনের আ. সাত্তারকে ১ দিন এবং ফুটপাথে শরবত বিক্রেতা ফয়সাল, ছমির ও রাজুকে ১দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দরবার এ মোগল রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-৩ এর আওতাধীন পোস্তা ও ইসলামবাগ এলাকায় পরিচালিত অভিযানে হোটেল ইসলামিয়াকে দশ হাজার শরীফ হোটেলকে দশ হাজার ঢাকেশ্বরী রেস্তোরাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মদিনা সুইটস, হক কনফেকশনারী ও বিসমিল্লা বিরিয়ানীকে সতর্ক করা হয়েছে।

অঞ্চল-৪ এর আওতাধীন কাজী আলাউদ্দিন রোড এলাকায় তায়েভাত হোটেলের মো. সুজন এবং মো. সানাউল্লাকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া গাউসিয়া হোটেল এবং হাজী বিরিয়ানিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। হোটেল আল নাসির এবং হানিফ বিরিয়ানিকে সতর্ক করে দেওয়া হয়।

অঞ্চল-৫ এর আওতাধীন ধোলাইরপাড় এলাকায় পরিচালিত অভিযানে সাহ্যাই চায়নিজ রেস্টুরেন্টকে ত্রিশ হাজার, আদি বনফুল মিষ্টান্ন ভান্ডারকে ত্রিশ হাজার এবং নিউ শর্মা হাউজকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ