• বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ জুলাই ২০২৪  

খাগড়াছড়ির পানছড়িতে অসহায় ও দুস্থ তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১ জুলাই) সকাল থেকে উপজেলার নবীন চান পাড়া এলাকায় এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় জনসাধারণের মাঝে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাসেবার আয়োজন করে খাগড়াছড়ি সদর সেনা জোন।

চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের মেডিসিন স্পেশালিস্ট ড. মেজর সিয়াম মো. জুলফিকার, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বিদুর্ষী চাকমা।

এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত উপস্থিত থেকে সেনাবাহিনীর এমন কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বস্ত করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ