• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

মতিঝিলে ২০০ কোটি টাকার দেবোত্তর জমি উদ্ধার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

রাজধানীর মতিঝিলে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউ বিগ্রহ মন্দিরের নামে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ দেবোত্তর জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার এ অভিযান পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান। আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি বিক্রির কোনো সুযোগ নেই। উদ্ধার করা এ জমি হিন্দু কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হবে। 

জানা যায়, কিছুদিন আগে এখানে আনসার ক্যাম্প ছিল। সেটি সরানোর পর প্রভাবশালী একটি মহল ক্রয়সূত্রে মালিকের ভুয়া কাগজ দেখিয়ে জায়গাটি দখল করে। উদ্ধার হওয়ার পর এখানে নতুন মন্দির তৈরি করা হবে বলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা গেছে।  মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, রাজধানীর মতিঝিল এলাকায় দীর্ঘদিন যাবত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ দেবোত্তর সম্পত্তি দখল করে রেখেছিল। জেলা প্রশাসকের নির্দেশনায় উচ্ছেদ অভিযান চালিয়ে উক্ত সম্পত্তি উদ্ধার করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ