• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

জাতির পিতার সমাধিতে তিন দেশের বিচারপতির শ্রদ্ধা নিবেদন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুন ২০২৪  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি।

আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় টঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পৃথকভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং প্রার্থণা করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য নিখে স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, পুলিশ সুপার আলবেলী আফিফা,বিচার বিভাগের বিচারকগন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এক প্রতিক্রীয়ায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্ধুপ্রতিম দেশ ভূটান ও নেপাল আমাদের অনেক সহযোগীতা করেছে। আমারা বন্ধুত্বপূর্ণ এ দেশ দু’টিকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ