• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে বেলুন, পায়রা ও ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, পৌর কাউন্সিলর ফায়েক শেখ প্রমূখ।
এরআগে অতিথিরা কৃষি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক,কৃষাণ- কৃষাণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ২৪টি স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত এ মেলা চলবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ