• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রশংসায় ভাসছেন ইউএনও শাহীনুর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুন ২০২৪  

গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ব্রিজের বিকল্প সড়ক নির্মাণের জটিলতা সমাধান করায় প্রশংসার জোয়ারে ভাসছেন কোটালীপাড়ার ইউএনও শাহীনুর আক্তার।

তিনি কোটালীপাড়ায় ইউএনও হিসেবে কিছুদিন আগে যোগ দিয়ে সাধারণ জনগণের মনে জায়গা করে নিয়েছেন।

বিকল্প সড়ক না করেই কোটালীপাড়ায় কুশলা বাজার ব্রিজের নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে বিকল্প সড়ক না করায় ভোগান্তিতে পড়ে এলাকার হাজার হাজার জনসাধারণ। বিষয়টি নিয়ে ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশ হলে নজরে আসে ইউএনও’র।

জনসাধারণের ভোগান্তি দূর করতে দ্রুত বিকল্প সড়ক নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলী দফতরকে নির্দেশনা দেন কোটালীপাড়ার ইউএনও শাহীনুর আক্তার।

তার কঠোর তৎপরতার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বিকল্প সড়ক নির্মাণ করতে গেলে বাঁধা দেয় কুশলা মাদরাসা কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি, মাদরাসা কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকাসীদের নিয়ে কুশলা মাদরাসা মাঠে এক জরুরি বৈঠকে বসে বিকল্প সড়ক নির্মাণের জটিলতা নিমিষেই সমাধান করে দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। 

জনদুর্ভোগ রোধে ইউএনওর এই উদ্যোগকে সাধুবাদ জানান কুশলা ইউনিয়নবাসী। একজন মানবিক ইউএনও হিসেবে চায়ের দোকান থেকে শুরু করে সর্বস্তরে জনসাধারণের প্রংশসায় ভাসছেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ