• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সরকারি খাল উদ্ধারের পরদিন ফের দখল, জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ জুন ২০২৪  

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ দখলে রাখা সরকারি খালের বাঁধ কেটে উদ্ধারের পরদিনই ফের দখলের অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘের মালিক তারাইল গ্রামের যদুনাথ মন্ডলের ছেলে গুরুপদ মন্ডলকে এক লাখ টাকা জরিমানা ও পুনরায় খাল উদ্ধার করা হয়।

জানা যায়, বছরের পর বছর এসব খালে বাঁধ দিয়ে অবৈধভাবে দখলে নিয়ে মাছ চাষ করে আসছিল প্রভাবশালী মহল। এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে মাধ্যমে সংবাদ প্রকাশ পেলে বুধবার (২৬ জুন) দিনভর খাল উদ্ধারে অভিযান চালায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও এসিল্যান্ড প্রতীক দত্ত। এদিন স্থানীয় জনসাধারণের সহযোগিতায় চারটি খালের বাঁধ কেটে উন্মুক্ত করে দেওয়া হয়। 

উদ্ধার করা পিঞ্জুরী ইউনিয়নের তারাইল খাল পুনরায় বানা ও কচুরীপানা দিয়ে আটকিয়ে দখল নেয়ার খবর পেয়ে  বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে ছুটে যান কোটালীপাড়া সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত। স্থানীয়দের সহযোগিতায় পুনরায় খাল দখলমুক্ত করেন তিনি। সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘের মালিক তারাইল গ্রামের যদুনাথ মন্ডলের ছেলে গুরুপদ মন্ডলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রাতেই  জরিমানার টাকা পরিশোধ করেন গুরুপদ মন্ডল। 

কোটালীপাড়া সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত বলেন, সরকারি খাল ও খাস জমি দখল করে রাখার সুযোগ নেই। সরকারি খাল ও খাস জমি কারো দখলে থাকলে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ