• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

এক্সপ্রেসওয়ে নির্মাণে দেশীয় ও বৈদেশিক অর্থায়ণ প্রয়োজন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

ভাঙ্গা থেকে বেনাপোল পযর্ন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ নিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নবনিযুক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, এক্সপ্রেসওয়ে বাস্তবানের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প অনুমোদন করেছেন, ভূমি অধিগ্রহণের কাজ শুরু করা হয়েছে। প্রকল্প প্রণয়ন করা হয়েছে, প্রণয়নের কাজও শেষ করা হয়েছে। এটি করতে গেলে আমাদের দেশীয় ও বৈদেশিক অর্থায়ণ প্রয়োজন, সেজন্য আমরা যোগাযোগ শুরু করেছি।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

immage 1000 03

তিনি আরো বলেন, ভূমি অধিগ্রহনের কাজ শেষ হলে খুব দ্রুত এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করা হবে। ভূমি অধিগ্রহণ করতে একটু সময় লাগে, জনগণ যেন আমাদের সহযোগীতা করে। অনেকে জমি ছাড়তে চায় না, মালিকানা নিয়ে সমস্যা থাকে, স্বচ্ছভাবেই ভূমি অধিগ্রহণ করা হবে। এ সড়কটি ভাংগা থেকে শুরু হয়ে বেনাপোল পযর্ন্ত যাবে।

immage 1000 02

এরআগে, টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নবনিযুক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের(বিআরটিসি)চেয়ারম্যান তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের(বিআরটিএ) চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শোয়ের আহম্মেদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নবযোগদানকৃত সচিব আবু হেনা মোরশেদ জামান শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফোত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ