• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪  

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি এ সংবর্ধনার আয়োজন করে।

রোববার স্কুল প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল চন্দ্র বিশ্বাস।  

ম্যানেজিং কমিটির সভাপতি ও কোটালীপাড়া আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চঞ্চল শেখের সভাপতিত্বে ও মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের শিক্ষক স্বপন বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, গোপালপুর করিমুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস, কাজী মন্টু মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিমল হালদার।

এ সময় উপস্থিত ছিলেন, রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের সাবেক সভাপতি অনন্ত কুমার হালদার, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দীন, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলিপ বাড়ৈ, সোনাইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসরিনা খানম, শিক্ষক হাসান মোহাম্মদ সাইফ উদ্দিন, আবুবক্কর সিদ্দিক, অভিভাবক আব্দুস সামাদ সিকদার, আলমগীর হোসেন ও দুলাল মল্লিকসহ প্রমুখ।  

আলোচনা শেষে এসএসসি পরীক্ষায় ১৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ