• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

বিজয় সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শাহবাগ, দোয়েল চত্বর, আইইবি, মৎস্যভবন, টিএসসি এলাকাসহ সামবেশস্থলে প্রবেশের সবগুলো গেটে অবস্থান নিয়েছে গোয়েন্দা, র‌্যাব-পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রবেশস্থলে বসানো হয়েছে আর্চওয়ে গেট। এছাড়াও হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে সক্রিয় রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  

শনিবার (১৯ জানুয়ােরি) দুপুরে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সমাবেশস্থলে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’ সমাবেশ শেষ হওয়া পর্যন্ত চারপাশে কঠোর নজরদারি বজায় থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সাদা পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে এবং আশেপাশের এলাকায় অবস্থান করছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে। 

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, এই বিজয় সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর আড়াইটায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় উদযাপন করতেই এই আয়োজন। নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক এই কর্মসূচিকে জনসমুদ্রে রূপ দিতে চায় ক্ষমতাসীনরা। সেই লক্ষ্যে যথেষ্ট প্রস্তুতিও গ্রহণ করেছেন তারা। 

সমাবেশস্থলে দুপুর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ বরেণ্য শিল্পীরা নাচ-গানের মাধ্যমে প্রাণবন্ত করে রাখতে শুরু করেছেন সমাবেশস্থল। দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে আসবেন। আওয়ামী লীগ সভাপতির আগমনের সময় শিল্পী মমতাজ গান পরিবেশন করবেন। প্রধানমন্ত্রী আসন গ্রহণের পর ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করবেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে ‘আপনার জন্য একটি নতুন সময়ের ইঙ্গিত’ কবিতা আবৃত্তি করবেন কবি রাশেল আশেকী। এরপর শুরু হবে বক্তব্য।

 

মূল অনুষ্ঠান পরিচালনা করবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। মহাসমাবেশে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ